রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুরে আরো ৪২ জনের করোনা শনাক্ত

চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরে আরো ৪২ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন শাখাওয়াত উল্লাহ এসব তথ্য জানান। এর মধ্যে চাঁদপুর সদরের ৭জন, ফরিদগঞ্জের ১৩জন, মতলব দক্ষিণের ৭জন, মতলব উত্তরে ২জন, হাইমচরের ৩জন, হাজীগঞ্জের ৩জন, শাহরাস্তির ৭জন রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৪১জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৬৬জন। সূত্র জানায় মঙ্গলবার ৭০টি রিপোর্ট আসে। এর মধ্যে ৪২টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ২৮টি নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৩৪১জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৫০৯জন, ফরিদগঞ্জে ১৬৬জন, মতলব দক্ষিণে ১৫৪জন, হাজীগঞ্জে ১৩৩জন, শাহরাস্তিতে ১৩৫জন, হাইমচরে ১০০জন, মতলব উত্তরে ৯০জন ও কচুয়ায় ৫৪জন।

জেলায় মোট ৬৬জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৯জন, হাজীগঞ্জে ১৬জন, ফরিদগঞ্জে ৯জন, মতলব উত্তরে ৮জন, কচুয়ায় ৫জন, শাহরাস্তিতে ৫জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

এই বিভাগের আরো খবর