শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুরে নতুন করে আরো ৩০ জন করোনায় আক্রান্ত

চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরে শনিবার আরো ৩০জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৫জন, হাইমচরের ২জন, মতলব উত্তরের ৭জন, মতলব দক্ষিণের ১জন, ফরিদগঞ্জের ১জন, হাজীগঞ্জের ৬জন, কচুয়ার ৫জন ও শাহরাস্তির ৩জন রয়েছেন।হাজীগঞ্জে নতুন শনাক্তকৃতদের মধ্যে উপসর্গে মৃত কামরুন নাহার (৫৪)ও রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫২জন। মৃতের সংখ্যা বেড়ে হলো ৬৮জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

সিভিল সাজন শাখাওয়াত উল্লাহ জানায়, শনিবার ৫৯টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩০টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ২৯টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৪৫২জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৫৪৮জন, ফরিদগঞ্জে ১৭২জন, মতলব দক্ষিণে ১৬৬জন, শাহরাস্তিতে ১৪৮জন, হাজীগঞ্জে ১৪১জন, হাইমচরে ১১২জন, মতলব উত্তরে ১০১জন ও কচুয়ায় ৬৪জন।

জেলায় মোট ৬৮জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২০জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ৯জন, মতলব উত্তরে ৮জন, কচুয়ায় ৫জন, শাহরাস্তিতে ৫জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

এই বিভাগের আরো খবর