শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার ৭ গোল দিলেন নেইমাররা

স্পোর্টস ডেস্ক : আগস্টে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস লিগের জন্য নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়ন পিএসজি। প্রীতিম্যাচ খেলে যাচ্ছেন নেইমাররা। অনেকে একে ম্যাচ না বলে অনুশীলনই বলছে। কারণ একেক দিন একেক দুর্বল প্রতিপক্ষকে হালি হালি গোল দিচ্ছেন নেইমার-এমবাপ্পেরা।শুক্রবারও তেমনটাই ঘটল। বেলজিয়ামের দ্বিতীয় বিভাগের দল বেভেরেনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি।

এর আগের ম্যাচে লে হাভরের বিপক্ষে ৯ গোলের উৎসবে মেতেছিল নেইমাররা। শুক্রবার কাল পার্ক দে প্রিন্সেসে ম্যাচ শুরুর ২০ মিনিট পর্যন্ত গোলের দেখা পায়নি পিএসজি। তাই হয়ত আত্মঘাতী গোলে পিএসজিকে লিড পাইয়ে দেয় বেভেরেন। ওই গোলের ঠিক ৭ মিনিট পর পেনাল্টি থেকে গোল করেন নেইমার। ২-০তে প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধে নেমে ৪৪ মিনিটে আবারও পেনাল্টির জন্য প্রস্তুত হন নেইমার। এবার নিজে সরাসরি কিক না নিয়ে পাস দেন ইকার্দিকে। মুহূর্তে তা জালে জড়িয়ে দেন ইকার্দি।

এবার ফরাসি তরুণ কিলিয়ান এমবাপ্পের পালা। জোড়া গোল করেন তিনি। এমবাপ্পের সঙ্গে পাল্লা দিয়ে জোড়া গোল করেন এরিক ম্যাক্সিম চুপো মোতিং।৬-০তে এগিয়ে থেকেই খেলা সমাপ্ত হতে পারত। কিন্তু ইনজুরি টাইমে ফের গোল করেন ডিফেন্ডার মবে সোহ। ফলাফল ৭-০ তে মাঠ ছাড়ে দুই দল। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ইতালির আটলান্টার মুখোমুখি হবে পিএসজি। এই গোলোৎসব দলটির খেলোয়াড়দের কাজে লাগবে বলে বিশ্বাস করেন নেইমার জুনিয়র।

তথ্যসূত্র: ড্বেইলি মেইল

এই বিভাগের আরো খবর