সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজধানীতে যুবক নিহত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজধানীর বনানী এলাকায় এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম মনির হোসেন (২২), নীলফামারীর জলডাঙা উপজেলার শিমুল বাড়ির আমিনুর রহমানের ছেলে। বনানীর সেতু ভবনের সামনে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে। বনানী থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) ফজল ইসলাম জানান, মনির হোসেন নামে এক যুবক রাত সোয়া ১২টার দিকে সেতু ভবনের সামনে দিয়ে হেঁটে গন্তব্যে যাচ্ছিলেন।

ছিনতাইকারীরা সেসময় তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। টহল পুলিশ পরে এসে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক সেখানে নেওয়ার পর মনিরকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরো খবর