শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুরে আরো ১৮জনের করোনা পজেটিভ

চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরে আরো ১৮জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে মতলব উত্তরের ১৪জন, মতলব দক্ষিণের ২জন, হাইমচরের ২জন রয়েছেন। বর্তমানে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৩৭জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭১জন।

বুধবার দুপুরে সিভিল সার্জন শাখাওয়াত উল্লাহ জানায়, বুধবার ২৮টি রিপোর্ট আসে। এর মধ্যে ১৮টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ১০টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৫৩৭জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৫৭৪জন, ফরিদগঞ্জে ১৭৫জন, মতলব দক্ষিণে ১৭১জন, শাহরাস্তিতে ১৫৭জন, হাজীগঞ্জে ১৫১জন, হাইমচরে ১১৬জন, মতলব উত্তরে ১২৪জন ও কচুয়ায় ৬৯জন।

জেলায় মোট ৭১জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২০জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ৯জন, মতলব উত্তরে ৯জন, কচুয়ায় ৬জন, শাহরাস্তিতে ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

 

এই বিভাগের আরো খবর