শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে করোনা আক্রান্ত সাড়ে ১৩ হাজার ছাড়াল

ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৫৭ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা সাড়ে ১৩ হাজার ছাড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৫২ জন। গতকাল বৃহস্পতিবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন আক্রান্ত ১৫৭ জন নিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৫০৩ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ বিষয়ে জানান, নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১০৬ জন এবং উপজেলায় ৫১ জন। গত ২৪ ঘণ্টায় মোট ৮৪২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৬০টি নমুনা পরীক্ষা করে ৪৬ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন।

এই বিভাগের আরো খবর