মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গাংনীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বন্ধন

রাব্বি আহমেদঃ মুজিবশত বর্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করেছে গাংনী উপজেলা ভিত্তিক সেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন বন্ধন। শনিবার সকাল ১১ টায় গাংনী উপজেলার বাশবাড়িয়া কলোনীপাড়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ও রাস্তার পাশে বৃক্ষরোপন কার্যক্রম পরিচালনা করছে বন্ধননের সেচ্ছাসেবী বৃন্দ। এসময় বন্ধনের পরিচালক আব্দুস সামাদ সোহাগ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নাই। সেজন্য আমরা বন্ধনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি । এসময় উপস্থিত ছিলেন বন্ধনের অন্যতম সংগঠক আরিফুল ইসলাম সোবহান,শাহাজাহান আলি,ওয়ালিদ আল জাবীর প্লাবন,সাইফ হাসান কৌশিক, আবির হামজা, সোহরাব সবুজ,এম বাপ্পি,ফিরোজ আহম্মেদ আসিফ ইকবাল অনিক, তপু রায়হার রবিন, আরিফ ও অন্যান্যরা।

এই বিভাগের আরো খবর