মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে ইয়াবাসহ আটক-১

রাব্বি আহমেদঃ মেহেরপুরের গাংনীতে ১০পিস ইয়াবা,মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইলসহ একজনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।আজ মঙ্গলবার উপজেলার চরগোয়াল গ্রাম থেকে তাকে আটক করে।আটককৃত হলেন উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আবু বক্কর দর্জির ছেলে ছোট বাবু।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান,মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মেহেরপুর গাংনী উপজেলার চরগোয়াল গ্রাম রূপসী বাংলা ক্লাবের পশ্চিম পাশে এসআই অজয় কুন্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা,নগদ ১০হাজার ৫’শ,মোবাইলসহ ছোট বাবুকে আটক করে। তিনি আরো জানান, এর আগে আরও ১টি মাদক মামলা রয়েছে।উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৩ হাজার টাকা। আটককৃত এর বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরো খবর