নিজস্ব প্রতিনিধি:
প্রবাসে এবং দেশে বসবাসরত সবাইকে পবিত্র ঈদ-উল-আযাহার শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক সাখাওয়াত হোসেন মোহন। মুসলিম উম্মাহর অন্যতম এবং বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উৎসব।
আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক সাখাওয়াত হোসেন মোহন ঈদ শুভেচ্ছায় বলেন, পবিত্র ঈদ-উল-আযহা আমাদেরকে ত্যাগ শিক্ষা দেয়-মুসলমানরা কুরবানী দেওয়ার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের প্রতি আনুগত্য প্রকাশ করে থাকেন।
পবিত্র ঈদ-উল-আযহা আমাদের মধ্যে যে আনন্দের বার্তা নিয়ে এসেছে তা যেন আমরা ধনী-গরিব নির্বিশেষে সকলের মধ্যে ভাগাভাগি করতে পারি, এমন প্রত্যাশা করে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, আমাদের ঈদের আনন্দের সাথে সাথে ১৫ আগস্ট শোকের মাসে নিহত স্বাধীন বাংলার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
সাখাওয়াত হোসেন মোহন ঈদের শুভেচ্ছা জানিয়ে দেশবাসীর মঙ্গল ও কল্যাণ কামনা করেন, সেই সাথে দেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বারবার ক্ষমতায় রেখে বাংলাদেশকে বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।