হিলি প্রতিনিধিঃ যোগদানের পর থেকে করোনা মোকাবিলায় মাঠ চষে বেড়ানো দিনাজপুরের বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার করোনা আক্রান্ত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী জানান, ইউএনও পরিমল কুমার সরকারের নমুনা সংগ্রহ করে মঙ্গলবার পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিলো। বুধবার নমুনা পরীক্ষায় ইউএনও পরিমল কুমার সরকারের করোনা সনাক্ত হয়।
বিরামপুর উপজেলা সূত্রে জানা গেছে , পরিমল কুমার সরকার প্রথম ইউএনও হিসেবে গত ৮ জুন বিরামপুরে যোগদান করেন। যোগদানের পর থেকেই বিরামপুরে করোনা প্রতিরোধে সরকারের সকল নির্দেশনা বাস্তবায়নে সরাসরি মাঠে নেমে কাজ করেছেন। কোরবানির পশুর হাটসহ প্রতিটি বাজার, ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্য বিধি মেনে ক্রয়-বিক্রয় করতে অভিযান এবং সচেতনতামূলক প্রচারনা অব্যাহত রেখেছিলেন।
ইউএনও পরিমল কুমার সরকার জনান, তিনি গত দুই দিন থেকে তার শরীরে জ্বর, গা ব্যাথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছিল। তিনি এখন নিয়ম মেনেই নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।