শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নকলায় ব্যক্তিগত উদ্যেগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ আ’লীগ নেত্রী রেনু

স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর দক্ষিন মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা উম্মে কুলসুম রেনু এর নিজস্ব তহবিল থেকে বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন।

বৃহস্পতিবার সকালে শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ও চরঅস্টধর ইউনিয়নের বন্যা কবলিত এলাকায় পানি বন্দী ১ হাজার পরিবারের মাঝে এসব ত্রান সামগ্রী বিতরণ করেন। এ সময় ইউনিয়ন আওয়ামী যুবলীদের নেতৃবৃন্ধসহ স্থানীয় সাংবাদিকরা উপস্তিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৪ সালে গ্রেনেড হামলায় আহত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উম্মে কুলসুম রেনুকে দু’দফায় ২০ লক্ষ টাকার এফডিআর করে দেন। ওই টাকার লভ্যাংশ থেকে প্রধানমন্ত্রীর ডাকে সারা দিয়ে করোনা রোগীদের জন শেরপুর জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে দুই লক্ষ টাকা দান করেন।

এই বিভাগের আরো খবর