রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

নকলায় সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় বাদাগৈর এলাকায় আজ শুক্রবার সকালে সকালে মালবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. রাজিব মিয়া (৩০)। বাদাগৈড় এলাকার নেকবর আলীর পুত্র।

আজ সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-শেরপুর-মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেটে বাসায় যাওয়ার সময় শেরপুর থেতে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রন হারিয়ে রাজিব মিয়াকে ধাক্কা দিলে সে ছিটকে পাশের একটি গাছের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহন হন। পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমদ্ধে তাঁর মৃত্যু হয়। থানা পুলিশ ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করেছে।

এই বিভাগের আরো খবর