বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনামুক্তির পর মসজিদে ঈদের নামাজ পড়লেন মাশরাফি

ডেস্ক নিউজ : গত ২০ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। ২০ থেকে ২২দিন মহামারী করোনার সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে ওঠেন তিনি। সুস্থ হলেও নিরাপত্তার স্বার্থে এর আগে মসজিদে গিয়ে নামাজ আদায় করেননি তিনি। অবশেষে মামা ও ভাইকে সঙ্গী করে নিয়ে নড়াইল সদর উপজেলা পরিষদ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করলেন করোনাযুদ্ধে জয়ী মাশরাফি।

নামাজ শেষে এলাকাবাসীসহ ভক্ত-সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানান মাশরাফি। এ সময় করোনার মহামারী থেকে সবাইকে সাবধানে থাকার জন্যও আহ্বান জানান তিনি। জানা গেছে, করোনাভাইরাসের কারণে ঈদের নামাজ নড়াইলের ঈদগাহে অনুষ্ঠিত হয়নি। নড়াইলে কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতেই নামাজ আদায় করেন মাশরাফি।

 

এই বিভাগের আরো খবর