শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে বন্যার্ত মানুষদের মাঝে ডক্টর’স ফাউন্ডেশনের কোরবানির মাংস বিতরণ

এম ইসলাম দিলদার,রাজশাহীঃ বাংলাদেশের বিভিন্ন জেলা বন্যা কবলিত হয়েছে। পানিবন্দি অবস্তায় বিভিন্ন এলাকায় মানুষের স্বাভাবিক জীবন যাপন ব্যহত, মানবেতর জীবন যাপন করছে। এরই মাঝে মুসলমানদের ধর্মীয় উংসব ঈদুল আযহা যা পশু কোরবানির মাধ্যমে পালন করা হয়। বন্যার্তদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এগিয়ে আসে সুনাম ধন্য লক্ষ্য ডাক্তারদের একটি সংগঠন বাংলাদেশ ডক্টর’স ফাউন্ডেশন (বিডিএফ)। স্বল্প সময়ের সিদ্ধান্তে দেশের চিকিৎসকদের নিজস্ব অর্থায়নে দেশের ২২ জেলাতে ১৭ টি গরু ও ১২ টি ছাগল কুরবানি দেয়া হয়। বিডিএফ স্টুডেন্ট উইং এই গোশত অসহায় মানুষের মাঝে বিতরন করেন।অধিকাংশ এলাকাতে ঈদের দিন ও রাজশাহীর জেলার কয়েকটি উপজেলাতে আজ এই আয়োজন পরিচালিত হয়েছে। বাংলাদেশ ডাক্টার’স ফাউন্ডেশন (বিডিএফ) গোস্ত বিতরণ করেছে রাজশাহীর দুর্গাপুর,জামালপুর, লালমনিরহাট, নওগাঁ, কুড়িগ্রাম, রংপুর,সাতক্ষীরা সিরাজগঞ্জ, গাইবান্ধা, মাদারীপুর, পাবনা, নীলফামারি, ভোলা, কিশোরগঞ্জ, শরীয়তপুর, নাটোর, বগুড়া,টাঙ্গাইল, ফরিদপুর, জয়পুরহাট, নোয়াখালীসহ বিভিন্ন জেলায়।

বিডিএফ এই সংগঠনটিতে দেশের সকল স্তরের রয়েছেন বলে জানা যায়। ডাক্তারদের অধিকার সংরক্ষণের জন্য কাজ করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও অংশগ্রহন করছে।উক্ত সংগঠনটির জন্য অসহায় মানুষের দোয়া করতেও শোনা যায়।

এই বিভাগের আরো খবর