বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ধামরাইয়ে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত

ডেস্ক নিউজ : রাজধানীর ধামরাইয়ে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও দুইজন।

সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে আনোয়ার হোসেন (২৬) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি সাভারের গেন্ডায় অবস্থিত ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে চাকরি করেন। তার বাড়ি মানিকগঞ্জ জেলায়।

পুলিশ ও এলাকাবাসী জানান, পাটুরিয়াগামী ফালগুনি পরিবহনের যাত্রীবাহী একটি বাসের (খুলনা মেট্রো-ব-১১-০১১৯) সঙ্গে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের (ঢাকা মেট্রো-ন-১৫-৯১১৪) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের তিনজন নিহত হন। আহত হন আরও দুইজন। নিহতদের মধ্যে আনোয়ার হোসেন নামে একজনের পরিচয় পাওয়া গেলেও অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম বলেন, নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে এবং বাস-পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর