শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান নাইমের পিতার জানাযা ও দাফন সম্পন্ন

শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইমের পিতা শাহ মোহাম্মদ সেকান্দর আলী সরকার (৯০) আর নেই। তিনি গত ২আগষ্ট রবিবার দুপুর ৩ঘটিকায় শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি বেশকিছুদিন যাবত বিভিন্ন রোগে ভোগছিলেন। মৃতে্যুর সময় তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃতে্যুতে জেলা আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। ৩আগষ্ট সোমবার সকাল সাড়ে ১০টায় মরহুমের নিজ বাড়ী ঝিনাইগাতী উপজেলার জুলগাঁও গ্রামে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে মরহুম শাহ মোহাম্মদ সেকান্দর আলী সরকারের লাশ নিজ গ্রাম জুলগাঁও পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃতে্যুতে জেলা আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য ও বানিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহ মো. আবু রায়হান আল বেরুনী, শেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ, শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন এবং মরহুমের নামাজে জানাযায় অংশ গ্রহণ করেন। জানাযা অনুষ্ঠানের আগ মুহুর্তে উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম তার পিতার জন্য উপস্থিত সকল ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দোয়া এবং জীবদ্দশায় তিনি যদি কোন ভুলক্রুটি করে থাকেন তার জন্যে সকলের কাছে ক্ষমা চেয়ে নেন।

এই বিভাগের আরো খবর