শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরে জুয়া খেলাকে কেন্দ্র করে নিহত ১: গ্রেফতার ৪

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় জুয়া খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ইজ্জত আলী (৩৫) নামের এক মৌসুমী ফল বিক্রেতা নিহত হয়েছেন। উপজেলার নারায়নখোলা বেপাড়ীপাড়া এলাকা আজ ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। সে একই এলাকার আ: সালামের পুত্র। এ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে নারায়নখোলা বেপাড়ীপাড়া এলাকার সোহাগ মিয়া (২৪), হাসেম আলী (৩৫), মাজু (৩২) ও ইসলাম (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।  নিহতের স্ত্রী সুমি আক্তার ও তার পরিবারের লোকজন জানায়, ইজ্জত আলী মৌসুমী ফল বিক্রেতা। সোহাগ মিয়া ফোন দেয় বাহিরে যাওয়ার জন্য। তখন ইজ্জত আলী ৫০ হাজার টাকা নিযে ফলের চালার আনার জন্য ময়মনসিংহের উদ্যেশে ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষন পড়ে মাজু ও হাসেম আহত অবস্থায় ইজ্জত আলীকে বাড়িতে দিয়ে তারা পালিয়ে যায়। এর কিছুক্ষন পরেই মারা যান ইজ্জত আলী। তবে রাতের বেলায় জুয়া খেলায় তাদের মধ্যে টাকা নিয়ে ঝগড়ার জেরে মারপিট হয়। সেই মারপিটের কারনেই তার মৃত্যু হতে পারে বলে অনেকেই ধারনা করছেন।  এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪জনকে আটক করে। লাশ ময়নাতদন্তসহ মামলা গ্রহনের প্রস্ততি চলছে।

এই বিভাগের আরো খবর