বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের এক হাসপাতালের ৪০ চিকিৎসক করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক : রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের ৪০ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া হাসপাতালটির সাতজন নার্স ও ১০ জন কর্মী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনার সংক্রমণ সন্দেহে কোয়ারেন্টিনে রাখা হয়েছে হাসপাতালটির আরো অনেক চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীকে।বিষয়টি নিশ্চিত করে হাসপাতালটির পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া বণিক বার্তাকে বলেন, নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন যারা, তারা সবাই এখন পর্যন্ত ভালো আছেন। তাছাড়া করোনা সন্দেহে আরো অনেককে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। হাসপাতালের প্যাথলজি, রেডিওলজি ও শিশু বিশেষজ্ঞ বিভাগকে আংশিক লকডাউনের আওতায় আনা হয়েছে। এছাড়া নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) পুরোপুরি লকডাউনের আওতায় আনা হয়েছে।সরকারিভাবে দেশে কতজন চিকিৎসা-সংশ্লিষ্টরা এ ভাইরাস সংক্রমণের শিকার হয়েছেন, তা জানা না গেলেও বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ) নামে চিকিৎসকদের একটি সংগঠনের হিসাব বলছে, সরকারি-বেসরকারি মিলিয়ে এখন পর্যন্ত ৪৪০ জনের বেশি চিকিৎসক এ ভাইরাস সংক্রমণের শিকার হয়েছেন।সংগঠনটির তথ্য বলছে, আক্রান্ত চিকিৎসকদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৩৩০ জন। এর মধ্যে সরকারি হাসপাতালের চিকিৎসক রয়েছেন ১৯৮ জন, বেসরকারি হাসপাতালের ৯৮ ও অন্যান্য হাসপাতালের ২০ জন।ময়মনসিংহ বিভাগের হাসপাতালগুলোয় সংক্রমিত হয়েছেন ৪৭ জন, একজন বাদে সবাই সরকারি হাসপাতালের চিকিৎসক। চট্টগ্রাম বিভাগে সংক্রমিত হওয়া ১৩ জনের মধ্যে ১১ জন সরকারি হাসপাতালের এবং আরেকজন বেসরকারি হাসপাতালের চিকিৎসক। রংপুর বিভাগে সংক্রমিত হয়েছেন পাঁচজন, খুলনা বিভাগে সংক্রমিত হয়েছেন ২৪, বরিশাল বিভাগে ১০ ও সিলেট বিভাগে সংক্রমিত হয়েছেন ছয়জন চিকিৎসক।সংশ্লিষ্টরা বলছেন, যথেষ্ট সুরক্ষা সামগ্রী ছাড়াই চিকিৎসাসেবা দেয়ার কারণেই চিকিৎসকদের মধ্যে করোনা সংক্রমণের হার বাড়ছে। মূলত যারা চিকিৎসাসেবা নিতে আসছেন তারাও রোগ গোপন করছেন। এতে সংক্রমণের ঝুঁকি আরো বেড়ে গেছে। আবার অনেক চিকিৎসক কমিউনিটি ট্রান্সমিশনের শিকার।

এই বিভাগের আরো খবর