মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরের পুলিশ সুপার করোনায় আক্রান্ত

শফিউল আলম লাভলু: শেরপুরের এসপি কাজী আশরাফুল আজীমসহ দুজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৩২৮ জনের করোনা শনাক্ত হলো। শুক্রবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাবের ফলাফল উদ্ধৃতি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. আনোয়ারুর রউফ।
শেরপুরে নতুন করে যে ২ জনের করোনা সনাক্ত হয়েছে তার মধ্যে কাজী আশরাফুল আজীম একজন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩২৮ জন। সুস্থ্য হয়েছে ২৯১ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। শনাক্ত হিসেবে সুস্থ্যতার হার ৮৯ শতাংশ। ৩২৮ জন আক্রান্তের মধ্যে শেরপুর সদরে ১৫৩, নকলায় ৫৮, নালিতাবাড়িতে ৬৩, ঝিনাইগাতিতে ২৮ ও শ্রীবর্দী উপজেলায় ২৬ জন রয়েছেন।

এই বিভাগের আরো খবর