শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

হিলিতে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকী পালিত

হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হিলিতে আলোচনাসভা ও দুস্থ্য মহিলাদের মাঝে সেলাইমেশিন বিতরনের মধ্য দিয়ে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রিয় অনুষ্ঠান সরাসরি সম্পচার করা হয়। এর পরে সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের কর্মজিবনী তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনাসভা শেষে ৬জন দুস্থ্য মহিলার মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা, পৌর মেয়র জামিল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্করসহ অনেকে।

এই বিভাগের আরো খবর