শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুর জেলার ঝিনাইগাতীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ১২ আগস্ট বুধবার সকাল ১১টায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএম ওয়ারেজ নাইম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজীৎ রায়সহ অনেকেই। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর