ডেস্ক নিউজ : ময়মনসিংহের গফরগাঁওয়ে বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হওয়ায় বাড়ি-ঘরে ফিরেছেন আশ্রয় কেন্দ্রে থাকা দুই শতাধিক পরিবার। ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পাওয়ায় পৌর শহরের ৮, ৪ ও ২নম্বর ওয়ার্ডের চর শিলাসী, চর ষোলহাসিয়া, চর জন্মেজয়ের বেশ কিছু এলাকা প্লাবিত হয়। রাস্তা ও আবাদি জমি তলিয়ে যায়। অনেকের বাড়ি-ঘরে পানি ওঠে। এতে শ্রমজীবি বহু পরিবার পানিবন্দি হয়ে চরম দূর্ভোগে পড়েন।
এ অবস্থায় দুই শতাধিক পরিবার স্থানীয় ইসলামিয়া সরকারি হাইস্কুল, ইসলামিয়া মডেল সারকারি প্রাথমিক বিদ্যালয় ও চার নম্বর ওয়ার্ডের উত্তোলনকৃত বালুর ঢিভিতে আশ্রয় গ্রহণ করেন। পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের পক্ষে ব্যক্তিগত তহবিল থেকে একাধিক বার বন্যা দুর্গত অসহায় পরিবারগুলোর মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেছেন। উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ দুর্গতদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা করেছে। পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন বলেন, পানি কমে যাওয়ায় আশ্রয় কেন্দ্রের পরিবারগুলো নিজেদের বাড়ি-ঘরে ফিরেছেন। অসহায় পরিবারগুলোর দিকে পৌর পরিষদের সুনজর থাকবে।