সোমবার, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় শোক দিবসে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টে নিহত সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি : সাখাওয়াত হোসেন শফিক

নিজস্ব প্রতিবেদকঃ

স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায়  আলোচনা সভা, বঙ্গবন্ধুর উপর স্কুল পর্যায়ে কবিতা রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরষ্কার বিতরণী, বৃক্ষরোপণ, সুবিধা বঞ্চিত ও অসহায় দুস্হদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, সাংবাদিকদের সাথে মতবিনিময় জায়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (১২ আগস্ট) সকালে  জয়পুরহাট পৌর আওয়ামী লীগের উদ্যোগে সারাদিন ব্যাপী কর্মসূচী আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।


আরও উপস্থিত ছিলেন, জায়পুরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ পৌর আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মী বৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন শফিক বলেন, শুরুতে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টে নিহত সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। ১৫ আগস্ট জাতির জন্য একটি শোকাবহ দিন৷ এই শোককে শক্তিতে পরিণত করে সকলকে দেশের উন্নয়নে কাজ করতে হবে৷ বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে কাজ করলে এ দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করা সম্ভব।সকলকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে আন্তরিকার সাথে কাজ করার আহ্বান জানান৷

তিনি আরও বলেন, ‘১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব নিয়ে বিতর্কের কিছু নেই। বঙ্গবন্ধুর একক নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে একশো বছর পিছিয়ে দেওয়া হয়েছে।’ ‘বঙ্গবন্ধুর বিশ্বাসপ্রবণতা ও ভালবাসার সুযোগ নিয়ে কিছু বিপথগামী সেনা কর্মকর্তা খন্দকার মুশতাকের সঙ্গে হাত মিলিয়ে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।’

তিনি বলেন, ‘১৫ আগস্টের মতো ভয়াল কালো রাত যাতে বাঙ্গালীর জীবনে আর না আসে সে জন্য আমাদের সব সময় সতর্ক থাকতে হবে।’

এই বিভাগের আরো খবর