বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরে শোক দিবসে সকল শহীদের শ্রদ্ধাঞ্জলি জানালেন আ’লীগ নেতা জিন্নাহ

শেরপুর প্রতিনিধি: আগস্ট বাঙালির জন্য এক শোকাবহ মাস। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট যেন বিরোধীরা পুরো বাংলাদেশকেই ডুবিয়ে দিয়েছিলো এক গভীর অন্ধকারে।
এই দিনেই পুরো পরিবারসহ হত্যা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এই শোকাবহ মাসটিকে সামনে অনেক রাজনীতিবিদের শোকের ব্যানারে ছেয়ে যায় পুরো দেশ।
তারই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় উত্তর বাজার এলাকায় সকল শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাতে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক প্রেরিত “শ্রদ্ধাঞ্জলির” পোস্টার লাগানো হয়। আর এই পোস্টার নিজে হাতে লাগাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: শফিকুল ইসলাম জিন্নাহ।
এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক সৈয়দ আলম মঞ্জুসহ আওয়ালী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন। পরে উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ন স্থানে এ শ্রদ্ধাঞ্জলির পোস্টার লাগালো হয়।
এই দিনটিকে স্মরন রাখতে বাংলাদেশ আওয়ামী লীগ নেন নানান কর্মসূচি। কর্মসূচির মধ্যে মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া এবং আলোচনা সভা।

এই বিভাগের আরো খবর