শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে কাপড় শুকাতে গিয়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলার বন্দ ভাটপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- একই গ্রামের মৃত শফিউদ্দিনের দুই ছেলে ইউছুফ আল (৩৮) ও ইয়াকুব আলী (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ ১৫ আগষ্ট শনিবার দুপুরের গোসল শেষে ইয়াকুব বাড়ীর উঠানে থাকা জিআই তারে কাপড় শুকাতে গেলে বিদ্যুতায়িত হয়। তার এ অবস্থা দেখে তার সহোদয় বড় ভাই ইউছুফ আলী তাকে বাঁচাতে গেলে সেও বিদ্যুতায়িত হয়। পওে তড়িঘড়ি করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দুই ভাইকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এই বিভাগের আরো খবর