মোস্তাফিজুর রহমান জীবন, রাজশাহী :মুঠোফোনে সংবাদ পাওয়ার তিন মিনিটের মাথায় উপস্হিত হয়ে রাজশাহী সাহেব বাজারে অবস্হিত আবাসিক হোটেল আশ্রয়ে অসামাজিক কার্যক্রম বন্ধ করে দৃষ্টান্ত স্হাপন করলেন বোয়ালিয়া থানার এসি ফারজিনা নাসরিন ।তার এমন উদ্যেগে সুশিল সমাজ ও স্হানীয় ব্যবসায়ী মহল ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
আজ দুপুর ১২ ঘটিকায় দৈনিক লাখোকন্ঠের রাজশাহী প্রতিনিধির হাসানুজ্জামান হাসান এর মাধ্যমে মুঠোফোনে হোটেল আশ্রয়ে অসামাজিক কার্যক্রম চলছে এমন সংবাদ পাবার তিন মিনিটের মাথায় নিজে উপস্হিত হয়ে, ৪জন যৌনকর্মী কে আটক করেন।এ সময় হোটেল ম্যানাজার টুটুল ও কুতুব সিড়ি ঘরের দরজা দিয়ে ছাদে উঠে পাশের বিল্ডিং এ লাফিয়ে পালিয়ে যায়।