- 
 
  - ময়মনসিংহ
 
  - শেরপুরে দ্বিতীয় শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
 
           
              শেরপুরে দ্বিতীয় শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
					
						
 নিউজ ডেস্ক
        -  প্রকাশের সময় :  আগস্ট, ৫, ২০২০, ৬:২৬ অপরাহ্ণ
 
        
              
              		
			
               
               
				
                  
					শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় অনন্ত একাডেমির দ্বিতীয় শ্রেনির শিক্ষার্থী (৭) কে ধর্ষণের অভিযোগ মো. আশিক মিয়া (১৩) নামের একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার জালালপুর এলাকায় মঙ্গলবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে।
ঐ শিক্ষার্থীর মা জানান, আমি মঙ্গলবার দুপুরে রান্নার জন্য বাড়ির পাশের দোকানে যাই লাকড়ী ক্রয় করার জন্য। আমার অবর্তমানে আশিক মিয়া (১৩) ও সাঈদ মিয়া (১৩) নামের দুইজন আমার বশত ঘরে প্রবেশ করে মেয়েকে ধর্ষন করে। আমি ঘরের ভিতরে প্রবেশ করে আশিক মিয়াকে আটক করি আর সাঈদ মিয়া পালিয়ে যায়্। পরে আমি বিষয়টি নকলা থানা পুলিশকে জানাইলে তারা আশিককে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে শিক্ষার্থীর মা বাদী হয়ে নকলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আমরা একজনকে গ্রেফতার করেছি।
  
				
               
                                 
                
                এই বিভাগের আরো খবর