মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে ঘরে ঢুকে মারধর করে চাঁদার টাকা আদায়, গ্রেফতার ৪ জন

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ  নরসিংদীতে ঘরে ঢুকে মারধর করে চাঁদার টাকা আদায় (ডিবি) পুলিশের অভিযানে গ্রেফতার চারজন । পুলিশ সূত্রে জানাযায়,  মঙ্গলবার (১৮ আগষ্ট) জনৈক মলয় সরকার পুলিশ সুপার কার্যালয়,নরসিংদীতে উপস্থিত হয়ে মৌখিক অভিযোগ করে যে, তিনি নরসিংদী জেলার শিবপুর মডেল থানাধীন চৌধুরী নীট ওয়্যার লিঃ আমতলা বিসিক এ চাকরী করে।তিনি নরসিংদী সাহেপ্রতাপ এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। (১৬ আগষ্ট) অজ্ঞাতনামা কয়েকজন লোক মলয় সরকারের ঘরে প্রবেশ করে ১,০০,০০০ টাকা  চাঁদা দাবী করে এবং চাঁদার ১৬,৫০০/= টাকা ও মোবাইল সেট নিয়ে যায়।অজ্ঞাতনামা আসামীরা একটা মোবাইল নম্বর দিয়ে যায় এবং পরবর্তীতে দাবীকৃত অবশিষ্ট টাকা দেওয়ার জন্যে বলে যায়। উক্ত অভিযোগের ভিত্তিতে এসআই তাপস কান্তি রায় তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত আসামীদের অবস্থান সনাক্ত করেন এবং নরসিংদী মডেল থানাধীন বাগহাটা এলাকা হতে ঘটনায় জড়িত আসামী (১) মইনুর ইসলাম (২২),পিতা-মজিবর রহমান মেম্বার,(২) আকরাম (২৭),পিতা-মোঃ আজগর আলী,উভয় গ্রাম -বাগহাটা,(৩) সাইফুল ইসলাম (২২),পিতা-আলমাস মিয়া,(৪) আবুল বাশার (২১),পিতামৃত- বকুল মিয়া,উভয় গ্রাম – মাছিমপুর,সর্বথানা ও জেলা-নরসিংদীদের গ্রেফতার করেন। ভিকটিমের নিকট হতে লুণ্ঠিত মোবাইল,চাঁদার নগদ ৩,০০০ টাকা ও আসামীদের দেওয়া মোবাইল নম্বর সম্বলিত মোবাইল সিমসহ সেট উদ্ধার করে। এ সংক্রান্তে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানায় পুলিশ।

এই বিভাগের আরো খবর