মাধবদী প্রতিনিধি : বৃহস্পতিবার (২০ আগষ্ট) মাধবদী থানার কুড়ের পার এলাকা হতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ।চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে এই শ্লোগানকে সামনে রেখে মাধবদী থানা পুলিশ নিয়মিত মাদক কারবারিদের গ্রেফতার ও শাস্তী নিশ্চিত করে মাধবদী থানাকে মাদক মুক্ত ঘোষণা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।এরই অংশ হিসেবে মাধবদী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সৈয়দুজ্জামান এর নির্দেশে এসআই এনায়েত কবির মামুন ও তার সঙ্গীয় ফোর্সসহ মাধবদী থানাধীন কুড়েরপাড় এলাকার মাদক ব্যবসায়ী আবু সত্তার ওরফে খান সাহেব (৩৫) এবং বকুল হোসেন ওরফে নাইরা (২৫) কে ইয়াবা সহ গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।