মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সিনেমা হল খোলার সিদ্ধান্ত ১৫ সেপ্টেম্বরের পর: হাছান মাহমুদ

ডেস্ক নিউজ : করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে বন্ধ থাকা সিনেমা হলগুলো খোলার বিষয়ে আগামী ১৫ সেপ্টেম্বরের পর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার সচিবালয়ে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও প্রদর্শক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। নেতাদের উদ্দেশে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, এর আগেও সিনেমা হলগুলো খোলার ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। তবে এ মাসে করোনায় প্রতিদিনের যে মৃত্যুর হার, মৃত্যুর সংখ্যা কিংবা আক্রান্তের সংখ্যা যেটি দেখতে পাচ্ছি, এটি আসলে খুব বেশি কমেছে বলে আমার কাছে মনে হচ্ছে না। কারণ গতকালও (বুধবার) ৫৪ জন মৃত্যুবরণ করেছেন। এ পরিস্থিতিতে হল খোলাটা কতটুকু যৌক্তিক হবে সেটা একটা বড় প্রশ্ন।

তিনি বলেন, আমি অনুরোধ জানাব- আগামী মাসের ১৫ তারিখ পর্যন্ত আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপর বসে সিদ্ধান্ত নেব কবে খোলা যায়। আমার মনে হয়, আমরা অন্তত আগামী মাসের ১৫ তারিখ (সেপ্টেম্বর) পর্যন্ত পর্যবেক্ষণ করি। এরপর আপনাদের সঙ্গে বসে আমরা সিদ্ধান্ত নেব। সচিবালয়ে এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও প্রদর্শক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

এই বিভাগের আরো খবর