বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় কবির সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

ডেস্ক নিউজ : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

বৃহষ্পতিবার (২৭ আগস্ট) আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দলের সমাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে সকাল সাড়ে ৯ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অপর্ণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ ফাতেহা পাঠ ও কবির আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করেন।

এ সময়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভেঅকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিয়ষক সম্পাদক আবদুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগন যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে জাতীয় কবির মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।

এই বিভাগের আরো খবর