মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পলাশে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব নিশ্চতকরণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মাসুদ আহমেদ খান, (পলাশ) নরসিংদীঃ পলাশ উপজেলার ঘোড়াশালে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে এবং সরকারি নির্দেশ মোতাবেক মাস্ক পরিধান বাধ্যতামূলক করণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন স্থানীয় উপজেলা প্রশাসন। আজ শুক্রবার (২৮ আগষ্ট ) মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। এ অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন পুলিশের একটি টিম। ঘোড়াশাল বাজার এলাকায় অভিযান চলাকালীন সময়ে সরকারি আদেশ অমান্য করায় ০৭ জন কে পৃথক ০২ টি মামলায় ১৪০০ টাকা অর্থদন্ড প্রধান করা হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, সকলের মাস্ক পরিধান বাধ্যতামূলক ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি নির্দেশনা সবাই মেনে চলার জন্য সামাজিক সচেতনতা সৃষ্টি করা হয়।

এই বিভাগের আরো খবর