শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশিষ্ট সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক রাহাত খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক-বার্তায় প্রধানমন্ত্রী গভীর শ্রদ্ধার সঙ্গে সাংবাদিকতা ও সাহিত্যের ক্ষেত্রে রাহাত খানের অসামান্য অবদানের কথা স্মরণ করেন।

তিনি বলেন, ‘তার (রাহাত খান) মৃত্যুতে এই সব অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি হলো।’ শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

একুশে পদক প্রাপ্ত রাহাত খান শুক্রবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর ইস্কাটন গার্ডেনে তার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। (বাসস)

এই বিভাগের আরো খবর