রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে আমির হত্যা মামলার আসামী অস্ত্রসহ গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদীতে আমির হোসেন (৪০) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ আগস্ট) সকালে পৌর শহরের বানিয়াছল খালপাড় কলেজ রোড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত আমির হোসেন শহরতলীর চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া সংগীতা এলাকার ফাইজউদ্দিনের ছেলে। এ ঘটনার পর হত্যার রহস্য উদঘাটনে তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালায় ডিবি পুলিশ এবং হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ আসামীকে গ্রেফতার করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তি,

বানিয়াছল খালপাড় এলাকায় আমির হোসেন হত্যা মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী শাহিন মোল্লা @ পেট কাঁটা শাহিন @ কবির আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতারঃ
 অদ্য ইং-৩০/০৮/২০২০ খ্রিঃ তারিখ ভোর ০৫:৩০ ঘটিকায় নরসিংদী মডেল থানাধীন বানিয়াছল খালপাড় এলাকায় আমির হোসেন(৪২),পিতা মৃত-ফয়েজ উদ্দিন,সাং-ঘোড়াদিয়া, থানা ও জেলা-নরসিংদী গুলিতে নিহত হয়।নিহতের আত্মীয়-স্বজনের তথ্য মতে জানা যায় শাহিন নামে একজন মোবাইল ফোনে ডেকে নিয়ে আমির হোসেনকে গুলি করে।উক্ত তথ্যের ভিত্তিতে এসআই সৈয়দ রুহুল আমিন,নরসিংদী মডেল থানা  ও এসআই তাপস কান্তি রায়, জেলা গোয়েন্দা শাখা নরসিংদীর দুটো টিম তদন্তে নামে এবং ঘটনায় জড়িত শীর্ষ সন্ত্রাসী আসামী (১) শাহিন মোল্লা @ পেট কাঁটা শাহিন @ কবির (৩৭),পিতা- খোরশেদ মোল্লা,সাং-রাজনগর,থানা- রায়পুরা,জেলা-নরসিংদীকে হত্যাকান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র পিস্তলসহ রায়পুরা থানাধীন রাজনগর গ্রাম হতে ১৩:১৫ ঘটিকায় গ্রেফতার করেন।আসামী শাহিনের বিরুদ্ধে ইতোপূর্বে খুনসহ ডাকাতি মামলা ১ টা,ডাকাতি মামলা ৪ টা,অস্ত্র মামলা ১ টাসহ মোট ৬ টা মামলা আছে।গ্রেফতারকৃত আসামী শাহিন মোল্লা ও আমির হোসেন একই ডাকাত দলের সদস্য।তাদের মধ্যে ডাকাতির  টাকা ভাগ বাটোয়ারা নিয়ে আজকে সকালে অত্র হত্যার ঘটনা ঘটে।তারা দীর্ঘদিন যাবত দলগতভাবে ডাকাতি করে আসছিল।আমির হোসেন হত্যাকান্ডে নরসিংদী মডেল থানার মামলা নং-৭০,তাং-৩০/০৮/২০২০খ্রিঃ,ধারা-
৩০২ পেনাল কোড রুজু হয়েছে। মামলাটি এসআই সৈয়দ রুহুল আমিন তদন্ত করছেন।অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন আছে।
ধৃত আসামীঃ
(১) শাহিন মোল্লা @ পেট কাঁটা শাহিন @ কবির(৩৭),পিতা-খোরশেদ মোল্লা,
সাং-রাজনগর,থানা-রায়পুরা,জেলা-নরসিংদী,বর্তমান সাং-বানিয়াছল খালপাড়,থানা ও জেলা-নরসিংদী।
উদ্ধারকৃত আলামতঃ
(১) একটি সচল পিস্তল। যা লম্বা ৭.৬ ইঞ্চি।
(২) একটি ম্যাগজিন।
স্বাক্ষরিতঃ
রুপণ কুমার সরকার পিপিএম
পুলিশ পরিদর্শক (নিঃ)
জেলা গোয়েন্দা শাখা নরসিংদী
                     ও
মিডিয়া সমন্বয়ক,জেলা পুলিশ নরসিংদী।

এই বিভাগের আরো খবর