মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে গাঁজাসহ তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) এসআই মাহমুদুল হাসান ও মাহমুদুল হাসান মারুফ সঙ্গীয় ফোর্সসহ শিবপুর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে শিবপুর মডেল থানাধীন মুন্সেফেরচর সাকিনস্থ গাজী মার্কেট সংলগ্ন জনৈক আশিকের মুদি দোকানের দক্ষিণ পাশের ইটাখোলা টু চরসিন্দুর গামী পাঁকা রাস্তার উপর হতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী (১) এমরান হোসেন মোল্লা (৪৪),পিতা মৃত-শাহজাহান মোল্লা, গ্রাম – মুন্সেফেরচর,থানা-শিবপুর,জেলা-নরসিংদীকে ৪০০ (চারশত) গ্রাম গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ২,০০০/=(দুই হাজার) টাকা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ৪ টা মাদক মামলা আছে। এ সংক্রান্তে শিবপুর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ ।