সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বার্সেলোনা পৌঁছলেন মেসির বাবা, খুলতে পারে জট

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা থেকে ব্যক্তিগত বিমানে উঠে স্পেনে পোঁছেছেন হোর্হে মেসি। লিও মেসির দেশের মিডিয়ায় ছবিও ছাপা হয়েছে মেসির বাবার, বিমানে উঠতে যাচ্ছেন। এরপর স্থানীয় সময় সকাল পৌঁনে ৭ টায় এলপ্রাত বিমানবন্দরে নামেন হোর্হে। প্রায় এক সপ্তাহ ধরে পাকিয়ে থাকা জট হয়তো খুলতে চলেছে। মেসির বাবা-কাম-এজেন্ট হোর্খে বুধবার দুপুরে সভায় বসবেন বার্সা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে। একদিনেই মীমাংসা হবে বলে অবশ্য মনে করছে না স্পেনের মিডিয়া। বরং আদালতের দিকেই গড়াতে পারে বলে মনে করছেন অনেকে।

বার্তোমেউ নিজে অবশ্য খুব ভালো জায়গায় নেই। তার প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হতে চলেছে। প্রেসিডেন্ট পদপ্রার্থী যারা তারা ইতোমধ্যেই বোর্ডে অনাস্থা প্রস্তাব এনেছেন বার্তোমেউয়ের বিরুদ্ধে। স্পেনের এক মিডিয়ার হিসেব অনুযায়ী, যেভাবে বিরোধী পক্ষে ভোট পড়ছে, তাতে বার্তোমেউয়ের বিরুদ্ধে অনাস্থা আসতে পারে যে কোনও মুহূর্তে। মঙ্গলবার বার্সা বোর্ডের সভায় বর্তমান কর্তাদের কয়েকজন অবশ্য মেসিকে ছেড়ে দেয়ার পক্ষে ছিলেন। বিষয়টি ক্রমশ জটিল হয়ে উঠছে। আর্জেন্টিনার প্রাক্তন তারকা হোর্খে বালদানো মঙ্গলবার দাবি করেছেন, ‘মেসি ইতিমধ্যে (মানসিকভাবে) বার্সেলোনা ছেড়ে গেছে। হয় ও ইউরোপে অন্য ক্লাবে যাবে, নয়তো নিজের দেশে। এই সত্যটা বার্সেলোনা যত তাড়াতাড়ি বুঝবে, তত তাড়াতাড়ি ওরা নিজেদের টিম তৈরি করতে পারবে।’

এর মধ্যেই স্টুটগার্ট ক্লাবের সমর্থকরা তাদের ক্লাবের জন্য ক্রাউড ফান্ডিং করছেন মেসির ৭০ কোটি ইউরো ট্রান্সফার মূল্য তোলার জন্য। তা প্রায় অসম্ভব জেনেও। মেসিকে অনেকে তুলনা করছেন মাইকেল জর্ডনের সঙ্গে। শিকাগো ছাড়ার বছরে তিনিও সেই টিমের হয়ে ট্রফি জেতেননি। তার ছ’বার এনবিএ জেতার সঙ্গে মেলানো হচ্ছে মেসির ছ’টি ব্যালন ডি’ওর। সূত্র: এই সময়

এই বিভাগের আরো খবর