শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীবরদীতে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে বাস চাপায় নিহত হয়েছে ইদ্রিস মিয়া (২৯) নামে এক মোটরসাইকেল চালক। শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার কুড়িকাহনীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাত বারোটার দিকে উপজেলার মাদারপুর গ্রামের আব্দুর রেজ্জাকের ছেলে ইদ্রিস মিয়া মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে কুড়িকাহনীয়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি নাইট কোচ তাকে চাপা দেয়। পরে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীবরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রহুল আমীন তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। লাশ ময়নাতন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর