মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আইসল্যান্ডকে গোল বন্যায় ভাসাল বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশন্স লিগে নিজেদের মাঠে আইসল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম। আইসল্যান্ডকে উড়িয়ে নেশন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রবের্তো মার্তিনেসের দল। জোড়া গোল করেন মিচি বাতসুয়াই। একটি করে গোল করেন ড্রিস মের্টেন্স, আক্সেল উইটসেল ও জেরেমি দোকু।

জয়ের লক্ষ্যে প্রতিপক্ষের মাঠে আইসল্যান্ড শুরুটা ভালোই করেছিল। ১০ মিনিটে সফরকারীদের এগিয়ে নেন ফ্রিদিয়োনসন। অবশ্য পরের সাত মিনিটে উইটসেল ও বাতসুয়াইয়ের গোলে এগিয়ে যায় বেলজিয়াম।

২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় রবের্তো মার্তিনেস শিষ্যরা। বিরতির পর ৫০ মিনিটে ব্যবধান বারান ম্রেনটেন্স। ৩-১ গোলে এগিয়ে থাকায় আইসল্যান্ডকে আরো চেপে ধরে বেলজিয়ানরা।

আইসল্যান্ড গোল করার চেষ্টা করলেও উল্টো ৬৯ ও ৭৯ মিনিটে আরো দুই গোল খেয়ে নিজেদের লজ্জায় ডোবায় আইসল্যান্ড। তাতে ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

অন্যদিকে ডেনমার্কের সঙ্গে গোল শূন্য ড্র করেছে ইংল্যান্ড।

দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে বেলজিয়াম। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ইংল্যান্ড। ডেনমার্কের পয়েন্ট ১, আইসল্যান্ড এখনও কোনো পয়েন্ট পায়নি।

এই বিভাগের আরো খবর