বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

দুই দফা পরীক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা নেগেটিভ

ডেস্ক নিউজ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের করোনা নেগেটিভ এসেছে। করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর দুই দফায় পরীক্ষার রেজাল্ট নেগেটিভ এলো তার। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, তৃতীয় দফায় সোমবার ধানমন্ডির ডিএমএফআর মলিকুলার ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারে তিনি করোনা পরীক্ষা করালে রিপোর্ট নেগেটিভ আসে। তিনি সুস্থ আছেন।

প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বাধ্যবাধকতা থাকায় শনিবার তারা নমনা পরীক্ষা করতে দেন। তাতে ফল পজিটিভ আসে। পরে রবিবার রাজধানীর পুলিশ লাইন্স হাসপাতালে পরীক্ষার ফলাফলে রিপোর্ট নেগেটিভ আসে। আরো নিশ্চিত হওয়ার জন্য সোমবার তৃতীয় দফায় করোনা টেস্ট করান তিনি। এতেও নেগেটিভ আসে বলে জানিয়েছেন মন্ত্রীর দপ্তরের ওই কর্মকর্তা।

এই বিভাগের আরো খবর