শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীর এসপি’র সুস্বাস্থ্য ও রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

মোঃ সালাহউদ্দিন আহমেদ: বৈশ্বিক মহামারি করোনা যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করে করোনায় আক্রান্ত হয়েছেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম-বার, পিপিএম। বৃহস্পতিবার দুপুরে নরসিংদী পৌরসভা হলরুমে পৌর মেয়র মোঃ কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে পুলিশ সুপারের সুস্বাস্থ্য ও রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, নরসিংদী আন্তজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এ এইচ এম জাহাঙ্গীর, নরসিংদী শহর শ্রমিকলীগের সভাপতি নূর মোহাম্মদ খন্দকার পারভেজ, নরসিংদী শহর আওয়ামীলীগের সহসভাপতি শ্যামল সাহা, নরসিংদী শহর ছাত্রলীগের সভাপতি রাজিব সরকার, সিনিয়র সহ সভাপতি শেখ ওমর ফারুক রাজিব সহ জেলা আওয়ামীলীগ, শহর আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ সহ সল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এই বিভাগের আরো খবর