বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইল জেলা জাপা আবার চাঙ্গা: এনাম জয়নাল আবেদীন

নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম আবার নতুন করে জেলা- উপজেলা,ইউনিয়ন- ওয়ার্ড এমনকি তৃণমূলের সব নেতৃবৃন্দের সার্বিক সহযোগীতায় ঘুরে দাঁড়িয়েছে। সবার ঐকান্তিক নিরলস অক্লান্ত পরিশ্রমে আজ বার্তা একটাই টাঙ্গাইলে জাতীয় পার্টি চাঙ্গা হ’তে চলেছে। এ প্রসঙ্গে- জাতীয় পার্টির কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক, জেলার স্বচ্ছ ও পরিচ্ছন্ন হিসেবে পরিচিত মুখ, সাবেক ছাত্র নেতা এনাম জয়নাল আবেদীন বলেন – টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির অবস্থা কোন সময়ই দুর্বল ছিল না ; কেবলমাত্র নেতৃত্বের আস্থা ও বিশ্বাসের কারণে নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছিল। সাবেক এই ছাত্রনেতা বলেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গত ১৩/১০/২০২০ তারিখে জেলা জাপার ১১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি অনুমোদন দেন। তিনি বলেন, উক্ত কমিটির সকল সদস্যই এক যোগে কাজ করে যাচ্ছেন। আগামী ০৫/১২/২০২০ তারিখে নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা উপলক্ষ্যে ব্যাপকভাবে প্রস্তুতি চলছে। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এম.পি। এ ছাড়া বিভাগীয় সাংগঠনিক টিমের সকল সদস্য এবং কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।

এই বিভাগের আরো খবর