শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা জানাতে জনতার ঢল

ডেস্ক নিউজঃ আজ মহান বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনে জনতার ঢলে মূখরিত সাভারের জাতীয় স্মৃতি সৌধ। লাখো মানুষের পূস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা-ভালবাসায় সিক্ত হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদী। প্রথমে ভোর ৬টা ৩৪মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনের পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে সশস্ত্র বাহিনী। এরপরে জন সাধারনের জন্য খুলে দেওয়া হয় স্মৃতিসৌধের প্রধান ফটক। রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। এরপর জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জাতির বীর শহীদদের প্রতি সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১০টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে দলীয় নেতাকর্মীদের নিয়ে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমূখ। সেই ঢাকা জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ব্যানারে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীও শ্রদ্ধা জানান। এদিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফঝলে নূর তাপস। এছাড়া জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাঈনুল ইসলাম খান নিখিল, ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সকল অংগসংগঠন। বাংলাদেশ জাতীয়দাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, গণসংহতি আন্দোলন, বিকল্পধারা বাংলাদেশ, কেন্দ্রীয় যুব কমান্ড, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন, বাংলাদেশ ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদ-ঢাকা জেলা শাখা, বাংলাদেশ পাট শিল্প কর্মকর্তা সমিতি, আশুলিয়া প্রেস ক্লাব, ঢাকা প্রেস্ ক্লাব, কারিতাস বাংলাদেশ, পাবনা সমিতি ঢাকা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সাভার উপজেলা পরিষদ ও সাভার উপজেলা প্রশাসনের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপণা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা। শ্রদ্ধা নিবেদন করেছেন নব গঠিত আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন, যুগ্ম-আহবায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ।
আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদুল্লাহ্ মুন্সী, সাধারণ সম্পাদক মোঃ খালেক মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহরাফ হোসাইন প্রমূখ, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকার এবং যুগ্ম-আহবায়ক মঈনুল ইসলাম ভুইয়া প্রমূখ। এবছর বিজয় দিবস নির্বিঘ্নে পালন করার জন্য জাতীয় স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্মৃতিসৌধ প্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে কয়েক’শ সামরিক ও বেসামরিক নিরাপত্তাকর্মী। জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করতেই জীবাণুনাশক ট্যানেল ব্যবহার করে ভিতরে প্রবেশ করতে হয়েছে। মাস্ক ছাড়া কোন অবস্থাতেই কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি বৈশ্বিক মহামারী করোনার কারণে এবারের মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ভিআইপিদের শ্রদ্ধা নিবেদন শেষে সীমিত আকারে জনসাধারণের প্রবেশ খোলে দেয়া হয় বীর শহীদদের রক্তে গাঁথা স্মৃতিস্তম্ভ।

এই বিভাগের আরো খবর