মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে দশ কেজি গাঁজাসহ তালিকাভুক্ত  এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয় রুপন কুমার সরকার (পিপিএম) জানায়, বুধবার (২৩ ডিসেম্বর ) ডিবি পুলিশের এসআই তাপস কান্তি রায় সঙ্গীয় ফোর্সসহ রায়পুরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে রায়পুরা থানাধীন পূর্ব হরিপুর সাকিনস্থ জনৈক চাঁন মিয়ার বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী (১) ঝরিনা বেগম (৪৪), স্বামীমৃত- বিল্লাল মিয়া, বর্তমান স্বামী – রতন মিয়া, সাং- পূর্ব হরিপুর, থানা- রায়পুরা, জেলা- নরসিংদীকে ১০ (দশ) কেজি গাঁজাসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে বিভিন্ন জেলায় ৬ টা মাদক মামলা আছে। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরো খবর