বৃহস্পতিবার, ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মাড়িয়া শহীদ জিয়া স্মৃতি সংঘের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া শহীদ জিয়া স্মৃতি সংঘের উদ্যোগে গণতন্ত্রের মাতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

‎দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ৭ নম্বর জয়নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ আওয়াল শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন মাড়িয়া শহীদ জিয়া স্মৃতি সংঘের সন্মানিত সভাপতি মোঃ শামসুল আলম, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল, ক্যাশিয়ার মোঃ হাবিবুর রহমান সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ।

‎অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিলের কার্যক্রম শুরু হয়। কোরান তেলায়ত করেন হাফেজ মোঃ রাকিবুল ইসলাম। পরে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের পুনরুদ্ধার এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাড়িয়া জামে মসজিদের ইমাম ও মাড়িয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি হাফেজ মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম। মোনাজাতে তিনি বলেন, আল্লাহ যেন বেগম খালেদা জিয়ার সকল গুনাহ মাফ করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং দেশবাসীকে সত্য ও ন্যায়ের পথে চলার তাওফিক দান করেন।

‎দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার রাজনৈতিক জীবন দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বক্তারা আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। এই দোয়া মাহফিল সেই আদর্শেরই বহিঃপ্রকাশ।

‎অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুব নেতা মোহাম্মদ লতিফুল ইসলাম। তিনি বলেন, ভবিষ্যতেও শহীদ জিয়ার স্মৃতি সংঘ এ ধরনের ধর্মীয় ও সামাজিক কর্মসূচি অব্যাহত রাখবে। তিনি দোয়া মাহফিলে অংশগ্রহণকারী সকল নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই বিভাগের আরো খবর