শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শেরপুরে বিএডিসি বঙ্গবন্ধু পরিষদের মানববন্ধন ও সমাবেশ

শফিউল আলম লাভলু, শেরপুর: বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শেরপুরের বিএডিসি বঙ্গবন্ধু পরিষদ। মঙ্গলবার দুপুরে শেরপুর শেরিঘাট মোড়ে বিএডিসি হিমাগারের সমুখে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার জন্য দায়ীদের বিচার এবং সারাদেশে মৌলবাদীদের ভাস্কর্য বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন শেরপুর বিএডিসি হিমাগারের উপপরিচালক সাজেদুর রহমান। বক্তব্য রাখেন নকলা হিমাগারের উপপরিচালক রফিকুল ইসলাম, সিনিয়র সহকারী পরিচালক (বীজ বিতরণ) লায়লা আক্তার, উসহকারী পরিচালক মো. মনিরুজ্জামান, উপসহকারী প্রকৌশলী মেহেদী আল বাকী, মো. আ. ওয়াদদু সভাপতি সিবিএ শেরপুর জেলা, লোকমান আলী সম্পাদক সিবিএ শেরপুর জেলা প্রমুখ। সঞ্চালনা করেন উপসহকারী পরিচালক বিএডিসি হিমাগার শেরপুর।
অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শেরপুর জেলায় কর্মরত বিএডিসি’র সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর