এদিকে, পল্লী কবি জসীমউদদীনের বাড়িটিকে ঘিরে প্রতি বছর আয়োজন করা হতো ‘জসীম পল্লী মেলা’র। কিন্তু ৫-৬ বছর ধরে অজানা কারণে বন্ধ রয়েছে জসীম মেলা। ফলে জসীম ভক্ত ও স্থানীয়রা হতাশা ব্যক্ত করেছেন। দ্রুতই জসীম মেলা শুরু হবে এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় এলাকাবাসী।
স্থানীয়দের কয়েকজন জানান, পল্লী কবির বাড়ীটিকে ঘিরে বিভিন্ন স্থান থেকে প্রতিদিন অনেক মানুষ আসে এখানে। কিন্তু বাড়ীটিতে এসে হতাশ হন তারা। বাড়ীটিতে কবির ব্যবহৃত জিনিসপত্র তেমন একটা নেই। নেই বসার কোন স্থান। নেই টয়লেটের ব্যবস্থাও। শীত মৌসুমে বিভিন্ন জেলা থেকে ছাত্র-ছাত্রী ও লোকজন পিকনিক করতে আসেন পল্লী কবির বাড়ীতে। এখানে এসে হতাশ হন তারা। জসীমউদদীনের বাড়ী সংলগ্ন জসীম সংগ্রহশালা নির্মাণ করা হলেও সেটির প্রচার-প্রচারণা না থাকায় লোকজন সেখানে যাচ্ছে না। কবির বাড়িটিকে ঘিরে নানা উদ্যোগ গ্রহণ করা হবে এমনটাই প্রত্যাশা কবি ভক্ত অনুরাগীদের।
আজ ১লা জানুয়ারি, পল্লী কবি জসীমউদদীনের ১১৮তম জন্মবার্ষিকী। কবির জন্মদিনকে ঘিরে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন সংগঠন। সকালে কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে বিভিন্ন সংগঠন। পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিকেলে কবির বাড়ী সংলগ্ন উদ্যানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জসীম ফাউন্ডেশন।