শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আজি সেই মহান দিন যার তুলনা নাই….

“বিজয় দিবস”
————————–

আজি সেই মহান দিন
যার তুলনা নাই।
আজি শৃঙ্খলতার শিকল হতে
মুক্তি মোরা পাই।
দেশের রক্ষায় প্রাণ দিতে
করেনি যারা ভয়।
আজি তাদের জন্য পেয়েছি মোরা
এই মহান বিজয়।
এই বিজয়ে আছে মিশে
অশ্রু দুখীনি মায়ের।
এই বিজয়ে আছে মিশে
রক্ত শহীদ ভাইয়ের।
বুকের রক্ত দিয়ে যারা
করল অর্জন বিজয়।
করলে স্বরন সেই কথা
কাঁদে এই হৃদয়।
শুনে বীর সেনাদের আত্নত্যাগের কথা
শরীর যেন হয় অবশ।
আজি তাদের শ্রদ্ধায় উৎযাপিত
এই মহান বিজয় দিবস।
লাল রক্ত সবুজ ঘাসে
আজও মিশে আছে।
তাই লাল সবুজের উড়ায় পতাকা
এই বিজয় দিবসে।
ঘুমিয়ে যেথায় বীর সেনারা আছো
থেকো গো শান্তিতে।
তোমাদের তরে জানাই প্রার্থনা
মহানতম স্রষ্ঠার নিকটে।
বীর সেনাদের যাবে না ভোলা
ভূলবো না মোরা।
তাদের স্বরনে করি অর্পণ
হাজার ফুলের তোড়া।
দেব না আসতে কালো ছায়া
এই সোনার দেশে।
নিচ্ছি শপথ আজি মোরা
এই বিজয় দিবসে।

লেখক-  প্রমি আক্তার মিম

এই বিভাগের আরো খবর