শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ৫৫ লাখ টাকার হেরোইনসহ ১জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ৫৫ লাখ টাকা মূল্যের ৫৫০ গ্রাম হেরোইন উদ্ধারসহ ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১টি ডিজিটাল ওয়েট মেশিন ও ১টি সিলার মেশিনও জব্দ করা হয়।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ২৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৪ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১২নং চরবাগডাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরবাগডাঙ্গা বড় গোটা পাড়ায় অভিযান চালিয়ে ৫৫০ গ্রাম হেরোইনসহ মো. শামসুল হক (৪০) নামে ১ ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১২ নং চরবাগডাঙ্গা ৮ নং ওয়ার্ডের মোছা. মনোয়ারা খাতুন ও মো. ফজর আলীর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী মাদকব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়।

এই বিভাগের আরো খবর