বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় কাতারে বাংলাদেশির মৃত্যু

করোনাভাইরাসে কাতারে আজ শনিবার প্রথম একজনের (৫৭) মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে। তবে তাঁর নাম জানা যায়নি। এক বাংলাদেশির মৃত্যুর বিষয়টি কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করে জানায়, তিনি করোনায় আক্রান্ত হওয়ার আগে থেকে নানা রোগে ভুগছিলেন।

নিবিড় পর্যবেক্ষণে ১৬ মার্চ তাঁকে নেওয়া হয়েছিল। তাঁর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতারে আজ শনিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৫ জন।

এই বিভাগের আরো খবর