শুক্রবার, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে বিপুলপরিমাণ মাদকসহ গ্রেফতার ৪

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ  নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে  ২৮ কেজি গাঁজা ও ৪৮০ পিস ইয়াবা উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার। শনিবার ১৩ জুন  ডিবি পুলিশের  এসআই মোস্তাক আহম্মেদ ও এসআই তাপস কান্তি রায় নরসিংদী জেলার শিবপুর মডেল থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এই মাদক উদ্ধার করেন। একই তারিখে (ডিবি) পুলিশের এসআই মোস্তাক আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় শিবপুর মডেল থানাধীন কুমরাদী এলাকা থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী (১) রোকন(৩০) পিতা – বাতেন, গ্রাম- দামের ভাওলা, থানা ও জেলা নরসিংদী (২) জেসমিন (৪০), স্বামী- ইসরাফিল, গ্রাম- কুমড়াদী, থানা- শিবপুর, জেলা- নরসিংদীদ্বয়ের দখল থেকে  ২৮ (আটাশ) কেজি গাঁজা ও ৪০০ (চারশত) ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করেন।

একই তারিখে  এসআই তাপস কান্তি রায় শিবপুর মডেল থানাধীন কলেজ গেইট এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী (১) মোঃ আঃ রাজ্জাক (৩৭), পিতা-মোঃ তোতা মিয়া,গ্রাম -দত্তেরগাও ভিটিপাড়া, (২) মোঃ রহমত উল্লাহ @ রুকু (৩৬),পিতা-মোঃ ছিদ্দিক মিয়া, গ্রাম -চক্রধা, উভয় থানা-শিবপুর, জেলা-নরসিংদীদ্বয়ের দখল হতে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক আছে বলে জানায় পুলিশ । আসামীদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

এই বিভাগের আরো খবর